Published By: Rupam Dutta
Last Updated: 30 May, 2024, 03:30 pm (IST)
Yashasvi Breaks Sachin’s Record: যে রেকর্ড স্পর্শ করতে শচীনের মত কিংবদন্তী ক্রিকেটারেরও সময় লেগেছিল ২২ বছর, নবাগত যশস্বী(Yashasvi Jaiswal) মাত্র ৫ ম্যাচেই তা ভেঙ্গে ফেললেন।
এটা ঠিক যে রেকর্ড গড়া হয় তা ভাঙ্গার জন্য। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পর যে রেকর্ড গঠিত হয় এবং তা যদি আবার দীর্ঘ সময়ের অপেক্ষায় না থেকে অল্প সময়ের ব্যবধানে ভেঙ্গে যায় সেটা সত্যিই বিস্ময়ের পর্যায়ে পরিনত হয়।
এটা এমন রেকর্ড, যেটা গোড়তে শচীনের মত কিংবদন্তী ক্রিকেটারেরও দীর্ঘ সময় লেগেছিল আর সেটা যদি যশস্বীর(Yashasvi Jaiswal) মত কোন নবাগত ক্রিকেটার মাত্র কয়েকটা ম্যাচ খেলেই ভেঙ্গে দেন তা অবশ্যই অবাক লাগার মত বিষয় বৈকি।
Table of Contents
যশস্বীর(Yashasvi Jaiswal) সর্বকালীন রেকর্ড স্থাপন
এই মাত্র কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ধরমশালায় অনুষ্ঠিত পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী যশওয়াল(Yashasvi Jaiswal) ৩টি ছক্কা হাঁকিয়ে ভেঙ্গে ফেলেন শচীন তেন্ডূলকরের সর্বকালীন একটি টেস্ট রেকর্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে ধরমশালায় সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসেও যশস্বী(Yashasvi Jaiswal) দূর্দান্ত একটি ঝড়ো ইনিংস খেলেন। এবং ব্যক্তিগত অর্ধ-শতরান করেন। তবে তার আগেই ৩ ছক্কা মেরে শচীন তেন্ডূলকরের সর্বকালীন একটি রেকর্ড ভেঙ্গে দেন টিম ইন্ডিয়ার এই তরুন তুর্কি। এখানে উল্ল্যেখ করা প্রয়োজন, যে রেকর্ড গড়তে শচীনের সময় লেগেছিল দুই দশকেরও বেশী। নবাগত যশস্বী তা মাত্র ৫ ম্যাচ খেলেই ভেঙ্গে দিলেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে যশস্বীর(Yashasvi Jaiswal) স্থান
ধরমশালায় অনুষ্ঠিত ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম ইনিংসে যশস্বী(Yashasvi Jaiswal) ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত ৫৭ রানের একটি আর্কষনীয় ইনিংস খেলে আউট হয়ে যান। তিনি আক্রমনের জন্য শোয়েব বশিরের ওভারকেই বেছে নিয়েছিলেন। শোয়েব বশিরের একই ওভারে তিনি ৩টি ছক্কা হাঁকান। আর এই ৩টি ছক্কার মাধ্যমেই যশস্বী ভেঙ্গে দেন শচীনের একটি সর্বকালীন রেকর্ড। যেটি ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকা জায়গা করে নিয়েছে। এবং এই রেকর্ড গড়ার মাধ্যমে যশস্বী শুধুমাত্র ভারতের টেস্ট ক্রিকেটেই নয়, তিনি বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল নক্ষত্রে পরিনত হয়েছে।
ভারত ও ইংল্যান্ড এর মধ্যে ঘটে চলা টেস্ট সিরিজের ৫টি টেস্টের ৯টি ইনিংসে যশস্বী সর্বমোট ২৬টি ছক্কা মেরেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত টেস্ট সিরিজে সব থেকে বেশী ছক্কা মারার বিশ্বরেকর্ড যশস্বী আগেই সেরে নিয়েছিলেন। বাকী ছিল শুধু কোনো নিদিস্ট এক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো ভারতীয় ক্রিকেটারের করা সব থেকে বেশী ছক্কার রেকর্ড। শেষ টেস্টের প্রথম ইনিংসেই সেটিও যশস্বী(Yashasvi Jaiswal) নিজের নামে করে নিলেন।
ভারতের ক্রিকেট ইতিহাসে ছক্কা মারার রের্কড
টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটার হিসেবে এতদিন শচীনের ছিল সব থেকে বেশী ছক্কা মারার রেকর্ড। শচীনের মতো একজন কিংবদন্তী ক্রিকেটারের এই রেকর্ড স্থাপন করাটা স্বাভাবিক। শচীন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ২৫টি ছক্কা মেরেছেন। তিনি ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এই বাইশ বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ৩৯টি টেস্টের ৭৪টি ইনিংস খেলে ২৫টি ছক্কা হাঁকিয়ে এই রেকর্ড গড়েছিলেন। চলতি সিরিজে ইংল্যান্ড এর বিরুদ্ধে যশস্বী ২৬টি ছক্কা মেরে শচীনের রেকর্ড অতিক্রম করে গেলেন। যশস্বী(Yashasvi Jaiswal) একেবারেই নবাগত হিসেবে এই টেস্ট সিরিজে মাঠে নামেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি মাত্র ৫টি টেস্টের ৯টি ইনিংস খেলেই শচীনের সর্বকালীন রেকর্ড ভেঙ্গে দিলেন। আর যশস্বী(Yashasvi Jaiswal) এই রেকর্ড স্থাপনের সাথে সাথে ক্রিকেট ইতিহাসের পাতায় নিজের নাম নথিভুক্ত করলেন।
বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ছক্কা মারার রের্কড
টেস্ট ক্রিকেট এর ইতিহাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সব থেকে বেশি ছক্কা মারার রেকর্ড রয়েছে কিংবদন্তী ভিভ রিচার্ডসের দখলে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মোট ৩৪টি ছক্কা মেরেছেন এবং এর জন্য তিনি খেলেছেন ৩৬টি টেস্টের ৫০টি ইনিংস। যশস্বী(Yashasvi Jaiswal) রয়েছন এই তালিকার দ্বিতীয় স্থানে। কোন ভারতীয় ক্রিকেটার হিসেবে এটিই সর্বোচ্চ স্থান। যশস্বী মাত্র ৫টি টেস্টের ৯টি ইনিংস খেলেই ঐ জায়গায় পৌঁছে গেলেন।এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন টিম সাউদি। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মোট ২৫টি ছক্কা মেরেছেন। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছন মাইকেল হোল্ডিং। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মোট ২৩টি ছক্কা মেরেছেন। ইংল্যান্ড এর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটার হিসেবে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে যশস্বীর ঠিক পেছনেই রয়েছেন কপিল দেব ও ঋষভ পন্থ। উভয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ২১টি করে ছক্কা হাঁকিয়েছেন।