মাটির কলসির জল খাওয়ার উপকারিতা.... 

মাটির কলসি প্রাকৃতিকভাবে জলকে শীতল রাখে, ফ্রিজ ছাড়াই শীতল জল উপভোগ করা যায়।

মাটির স্বাভাবিক ক্ষার ধর্ম জলের পি এইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করা, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

মাটির কলসির জল পান করলে মেটাবলিজম বৃদ্ধি পায়।

মাটির মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

মাটির কলসিতে রাখা জল হজম ক্ষমতা উন্নত  করে।

মাটির কলসির জলের সামান্য মাটির স্বাদ অনেকের কাছে আরও মনোরম লাগে।

মাটি জলকে উপকারী খনিজ পদার্থে সমৃদ্ধ করতে পারে।

মাটির কলসিতে রাখা জল কম অম্লীয় হয় এবং শরীরের অম্লতা কমাতে সাহায্য করে।

মাটির কলসি জলে ক্ষতিকারক রাসায়নিক প্রবেশ করায় না।

এখানে দেওয়া পরামর্শ সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা। কোন চিকিৎসা/খাদ্য প্রয়োগ করার আগে ডাক্তার বা প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।