বিটের মূল্যবান পুষ্টিগুন....
বিটে থাকা নাইট্রেট রক্তচাপ কমাতে সাহায্য করে।
বিটের ' বিটালাইন্স' উপাদান অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে।
বিটের ' বিটালাইন্স' উপাদান অ্যান্টি-ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে।
বিট লিভারকে ডিটক্স করতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সহয়াতা করে।
বিট রক্তশূন্যতা দূর করে এবং রক্তের গুনমান বৃদ্ধি করে।
বিট রক্তশূন্যতা দূর করে এবং রক্তের গুনমান বৃদ্ধি করে।
বিট রক্ত প্রবাহ বাড়ায়, যা মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে।
বিটের মধ্যে থাকা ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম হাড়কে মজবুত করে।
বিটের ' বিটা-ক্যারোটিন ' উপাদান চোখের দৃষ্টিশক্তি উন্নত করে।
বিটের মধ্যে থাকা ভিটামিন-সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহয়াতা করে।
এখানে দেওয়া পরামর্শ সাধারণ তথ্যের ভিত্তিতে লেখা। কোনও চিকিৎসা/ঔষধ/খাদ্য প্রয়োগ করার আগে ডাক্তার বা প্রাসঙ্গিক বিশেষজ্ঞের পরামর্শ নিন।