Headlines

সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সিনেমার পর্দায়। সৌরভ ভক্তকূলের দীর্ঘ প্রতিক্ষার অবসান….

Published by: Subhra Dutta

Last Updated: 28 May, 2024, 7:30am (IST)

কোলকাতাঃ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আমাদের দেশের একজন কিংবদন্তী ক্রিকেটার। অতীতে আমাদের দেশের বেশ কয়েকজন কিংবদন্তী ক্রিকেটারদের জীবনী নিয়ে তাদের বায়োপিক তৈরি হয়েছে। এবার তৈরি হচ্ছে আমাদের সবার প্রিয়,ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। যার জন্য সৌরভ ভক্তকূল দীর্ঘ প্রতিক্ষায় রয়েছেন। আর সেই সিনেমায় সৌরভের বাবার চরিত্রে দক্ষিনী সুপারাস্টার রজনীকান্তের অভিনয় করার সম্ভাবনা প্রবল।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এবং প্রশাসক সৌরভ ( Sourav Ganguly):

প্রায় বছর কুড়ি আগের ঘটনা। সেই সময় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) ভারতীয় ক্রিকেট দলের ( Indian Cricket Team ) অধিনায়ক ছিলেন। ঐ সময় তিনি গড়াপেটা বিধ্বস্ত এবং কলঙ্কযুক্ত ভারতীয় ক্রিকেটকে নতুন করে বিশ্বাসের সুতোয় গেঁথেছিলেন। যিনি কোটি কোটি ভারতীয়র মনের সন্দেহ দূর করেছেন এবং ক্রিকেট নিয়ে ভারতবাসীর মনের আবেগকে পুনরায় জাগরিত করেছেন। তরুন ক্রিকেটারদের নিয়ে তিনি নতুন করে ক্রিকেট দল( Cricket Team ) সাজিয়েছেন। যুবরাজ সিংহ, জাহির খান, হরভজন সিংহ, বীরেন্দ্র শোহবাগ, মহম্মদ কাইফদের মতো প্রতিভাদের আবিষ্কার করেছেন। যারা পরবর্তীতে বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজেদেরকে উজ্জ্বল তারাকায় পরিনত করেছেন এবং ভারতীয় ক্রিকেটকে আরও উচ্চ স্থানে নিয়েগেছেন।

পরবর্তীকালে সৌরভ(Sourav Ganguly) ক্রিকেট প্রশাসনে এসেও নিয়েছেন একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত।

Sourav Ganguly

বিজ্ঞাপনের মুখ সৌরভ(Sourav Ganguly):

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকাকালীন সৌরভ(Sourav Ganguly) ও ডোনা গঙ্গোপাধ্যায়কে(Dona Ganguly) পর্দায় একসঙ্গে দেখা গিয়েছিল। ভারতের একটি বিখ্যাত বেকারি সংস্থার বিজ্ঞাপনের জন্য এই জুটি চুক্তিবদ্ধ হয়েছিলেন।

প্রায় দীর্ঘ ২০ বছর পরে পর্দায় ফিরল এল পুরনো সেই ম্যাজিক। সম্প্রতি এই তারকা জুটিকে আবার দেখা গেল এক বিজ্ঞাপনে।

বিজ্ঞাপনটি শুরু হচ্ছে এইভাবে, ডোনাকে না জানিয়ে সৌরভ(Sourav Ganguly) একটি এয়ার কন্ডিশনার ( AC ) অর্ডার করেছেন। এবং মনে মনে ভাবছেন যে, যদি ডোনার পছন্দ না হয় ? AC মেশিন ডেলিভারির সময় সংস্থার প্রতিনিধিদেরও সেই সংশয়ের কথা বলছেন সৌরভ(Sourav Ganguly)। তিনি বলছেন, ‘ বাড়ির সব জিনিস কেনা হয় আমার স্ত্রী(ডোনা)র পছন্দে। এই প্রথম এমন কিছু কেনা হয়েছে যেটা কিনা আমার পছন্দের’। যদিও বিজ্ঞাপনে সংস্থার ঐ প্রতিনিধি সৌরভকে আশ্বস্ত করেন, আপানার স্ত্রী (ডোনা)র অবশ্যই ভালো লাগবে। তবে শেষ পর্যন্ত কি হল ! AC মেশিনটি কি ডোনার পছন্দ হয়েছিল ? বিজ্ঞাপনে পুরোটাই দেখানো হয়েছে সেই কাহিনী।

বিজ্ঞাপনে সৌরভের(Sourav Ganguly) পরনে ছিল কালো ফুল শার্ট ও চোখে চশমা। বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সদস্য বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজাদের মতো দাঁড়ি রাখছেন কোলকাতার এই বিখ্যাত বাঁহাতি। ডোনা পরে রয়েছেন সবুজ রংয়ের চুড়িদার। ওড়না। দুজনের চোখের চশমাও প্রায় একইরকম। এই ছবি ডোনা নিজেই সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শেয়ার করেছিলেন।

সৌরভ-ডোনাকে প্রায় দীর্ঘ দু’দশক পরে পর্দায় আবার একসঙ্গে দেখে তাঁর ভক্তকূল ভীষণ উচ্ছ্বাসিত। তবে মাঝে একবার অলঙ্কার প্রস্তুতকারী একটি সংস্থার বিজ্ঞাপনে একসঙ্গে সৌরভকে দেখা গিয়েছিল। সেই বিজ্ঞাপনে সৌরভের সঙ্গে ছিলেন তাঁর কন্যা সানা। এবার স্ত্রীর সঙ্গে পুনরায় পর্দায় ফিরলেন বিখ্যাত এই ক্রিকেটার।

অতীতে সৌরভ ও ডোনা ভারতীয় ক্রিকেটের ( Indian Cricket Team) ফার্স্ট কাপল ছিলেন। একজন বিখ্যাত ক্রিকেটার। অন্যজন সুপরিচিত নৃত্যশিল্পী। বাস্তব জীবনের এই জুটি এবার সিনেমার পর্দায়।

বায়োপিকে সৌরভ(Sourav Ganguly):

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসছে। এই খবর তো আপামর সৌরভ ভক্তকূল বিগত কয়কেমাস আগেই জেনে গিয়েছেন। তারা এখন সেটি চাক্ষুস করার জন্য প্রতিক্ষায় রয়েছেন।

এই বায়োপিকের প্রধান চরিত্রে অভিনয় করবেন আয়ুষ্মান খুরানা। এখন পর্যন্ত এটাই পাকা খবর। তবে এটা ঠিক যে, দিনকয়েক আগে পর্যন্তও এই চরিত্রে অভিনয়ের জন্য বলিউডের বেশ কয়েকজন বিখ্যাত স্টারদের নামও শোনা যাচ্ছিল। এদের মধ্যে ঋত্বিক রোশন এবং রণবীর কাপুরের নাম বারবার আলোচনায় উঠে এসেছে।

সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কোন অভিনেত্রী অভিনয় করবেন, তিনি বলিউডের না টলিউডের নাকি নতুন কোনো মুখ নিয়ে আসছেন সে বিষয়ে ছবির নির্মাতারা কিছু পরিষ্কার জানাচ্ছেন না।

এমনকি সৌরভের মা নিরূপা দেবীর ভূমিকায় কোন অভিনেত্রী এবং বাবা প্রয়াত চন্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কোন অভিনেতা অভিনয় করছেন সেই খবরও জানাচ্ছেন না। ছোট থেকে সৌরভের ক্রিকেটার হয়ে ওঠা এবং সেখান থেকে আন্তর্জাতিক মঞ্চের উজ্জ্বল তারকা হওয়া পর্যন্ত তার বাবা-মায়ের খুব বড় ভূমিকা রয়েছে সে কথা অনস্বীকার্য । তাই এই দুই চরিত্র নিয়ে ছবির নির্মাতারা খুবই সংবেদনশীল।

দিনকয়েক আগে জনমাধ্যমে একটি খবর খুবই ভাইরাল হয়েছিল যে, সৌরভের বায়োপিকে তাঁর বাবার চরিত্রে অভিনয় করছেন দক্ষিনের সুপাস্টার রজনীকান্ত। তবে সেটি খুবই অল্প সময়ের জন্য।

এই ছবির মুখ্য চরিত্র ছাড়াও অন্যান্য চরিত্রে কোন কোন অভিনেতা,অভিনেত্রী অভিনয় করবেন তা নিয়েও বিস্তর আলোচনা চলছে।

যেহেতু সৌরভ একজন আর্ন্তজাতিক তারকা তাই তাঁর বায়োপিকটি হবে খুবই নিখুঁত এবং ছবির নির্মানও যে ব্যয় বহুল হবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই।

এখন অনেকের মনে প্রশ্ন জেগেছে এই বায়োপিকে সৌরভের নিজের পরিবারের কোন কোন সদস্য অভিনয় করছেন বা অভিনয় করবার সুযোগ পাচ্ছেন ।

ভারতের সবচেয়ে সুন্দর রেল স্টেশনগুলি… ভারতের কম পরিচিত উল্লেখযোগ্য পর্যটন স্থলগুলি… ভারতের ব্যস্ত রেল স্টেশনগুলি… দক্ষিণ ভারতীয় প্রাতঃরাশের সেরা খাবারগুলি… ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনকারী দেশগুলি…