Headlines

About Us

পৃথিবী জুড়ে বসবাসকারী কোটি কোটি বাঙলীর মনের আয়নায়, হৃদয়ের অন্তরে স্থান নেওয়ার উদ্দেশ্য নিয়ে আগামীবাজার প্রত্রিকা র পথ চলা শুরু।

পুরো বাঙলী সমাজকে আগামী দিনের জন্য এগিয়ে রাখার এবং এগিয়ে নিয়ে যাওয়াই আগামীবাজার প্রত্রিকা র লক্ষ্য।

পক্ষ্যপাতহীন মতামত, গঠনমূলক সমালোচনা, অদম্য সাহস ও আপসহীন মনোভবই হল আগামীবাজার পত্রিকা র মূলমন্ত্র।

কোনও সংবাদপত্র শক্তি আহরণ করে তার পাঠকবর্গের কাছ থেকে। তাই আগামীবাজার পত্রিকা প্রতিমুহূর্তে,প্রতিক্ষনে এই পাঠকদের পাশে থেকে তাদের শুভেচ্ছা,ভালোবাসা এবং আর্শিবাদ কামনা করে। কারন তারাই তো কোনোও সংবাদপত্রের প্রধান চালিকাশক্তি।

জীবনযাত্রার বিভিন্ন বিষয়, সমাজের বিভন্ন দিক একদম নিখুঁতভাবে পাঠকবর্গের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামীবাজার পত্রিকা প্রতিশ্রুতিবদ্ধ। দেশ ছাড়িয়ে বিদেশ, শিক্ষা,স্বাস্থ্য,ব্যবসা-বানিজ্য,বিজ্ঞান ও প্রযুক্তি,বিনোদন,খেলা,আবহওয়া,রাশিফল,রাজনীতি আরও অনেক অনেক বিষয়ের উপর আলোকপাত করে আগামীবাজার পত্রিকা পাঠকদের বিষয়ের গভীরে নিয়ে যেতে উদ্দ্যগী।

দ্রুত বদলে যাওয়া পৃথিবীর দিনে দিনে আবিষ্কৃত পণ্যের বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপনদাতাদের কাছে এই পত্রিকা গ্রহনযোগ্য হয়ে উঠেছে । তাই এই পত্রিকা ” শুধু এক সংবাদ পত্র নয় এক বৃহৎ বাজার “।

হয়তো কোন দিনও আগামীবাজার পত্রিকা র যাত্রা শুরু হতোই না যদি না মিডিয়া বিভাগের সোশ্যাল মিডিয়া নামক প্ল্যাটফর্মের উপস্থাপনা না হতো। সোশ্যাল মিডিয়ার বিভিণ্ণ প্ল্যাটফর্মে আগামীবাজার পত্রিকা র উপস্থিতি রয়েছে।

সঠিক, নির্ভরযোগ্য এবং বিশ্লেষাত্মক সংবাদ দেওয়ায় আগামীবাজার পত্রিকা র পাঠক সংখ্যা প্রতিদিন ক্রমাগত বাড়ছে।

ভারতের সবচেয়ে সুন্দর রেল স্টেশনগুলি… ভারতের কম পরিচিত উল্লেখযোগ্য পর্যটন স্থলগুলি… ভারতের ব্যস্ত রেল স্টেশনগুলি… দক্ষিণ ভারতীয় প্রাতঃরাশের সেরা খাবারগুলি… ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনকারী দেশগুলি…