ঝালুয়ারবেড়, হাওড়া জেলায় অবস্থিত, যেটি " মিনি ডুয়ার্স " নামে পরিচিত। অপূর্ব সুন্দর এই জায়গাটিতে হাওড়া স্টেশন থেকে সহজেই যাওয়া যায়। এখানে রামকৃষ্ণবাটি ও শিবকালী মন্দির রয়েছে।
গেঁওখালী পূর্ব মেদিণীপুর জেলায় অবস্থিত। এই জায়গাটি রূপনারায়ন, দামোদর এবং হুগলী নদীর মিলনস্থল। এখানের শান্ত পরিবেশ ও নদীর তীরের সৌন্দর্য্য পর্যটকদের আকর্ষণ করে।