ডাল লেক, কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত, যেটি " কাশ্মীরের মুকুট মনি " নামে পরচিত। হাউসবোট ও শিকারার জন্য বিখ্যাত ডাল লেক পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ।
উলার হ্রদ, কাশ্মীরের বারামুলা জেলায় অবস্থিত, যেটি কাশ্মীরের বৃহত্তম হ্রদ। এই হ্রদ বিভিন্ন প্রজাতির পাখির অভয়ারন্য।
গুরেজ লেক, কাশ্মীরের গুরেজ উপত্যকায় অবস্থিত। এই হ্রদটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য্য এবং শান্ত পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করে।