বারহিপানি জলপ্রপাত, ওড়িশার শিমিলিপাল জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। যেটি ১৩০৯ ফুট উচ্চতা থেকে প্রবাহিত হয়।
আথিরাপল্লীজলপ্রপাত, কেরালার চলকুড়ি নদীতে অবস্থিতঁ এবং ৮০ ফুট উচ্চতা থেকে প্রবাহিত হয়। এটি কেরালার অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ।
হোগেনাক্কাল জলপ্রপাত, তামিলনাড়ুর কাবেরী নদীতে অবস্থিত এবং যেটি '' ভারতের নায়াগ্রা '' নামে পরিচিত।
কুন্তলা জলপ্রপাত, তেলেঙ্গানায় অবস্থিত এবং ২০০ ফুট উচ্চতা থেক প্রবাহিত হয়। এই জলপ্রপাত দুটি স্রোতে বিভক্ত।
দুধপাত্রী জলপ্রপাত কাশ্মীর উপত্যকায় অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।