বাংলার কয়েকটি নদনদী.. 

বাংলার কয়েকটি নদনদী.. 

গঙ্গা নদী পশ্চিমবঙ্গ অংশে হুগলী নামে পরিচিত। হুগলী নদী কোলকাতা ও হাওড়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রের সাথে মিলিত হয়েছে।

হুগলী নদী

হুগলী নদী

দামোদর

দামোদর

বন্যার জন্য অতীতে দামোদর নদী '' বাংলার দুঃখ " নামে পরিচিত ছিল। বর্তমানে দামোদর ভ্যালি কর্পোরেশন(DVC) দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং জলবিদ্যুৎ ও সেচের জন্য  ব্যবহৃত হয়।

রূপনারায়ন

রূপনারায়ন

রূপনারায়ন নদী পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এই নদী কৃষিক্ষেত্রে গুরত্বপূর্ন ভূমিকা পালন করে।

ভাগীরথী

ভাগীরথী

ভাগীরথী নদী গঙ্গা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা নদী। এই নদী নবদ্বীপ, মুর্শিদাবাদ ও কাটোয়া শহরের মধ্য দিয়ে প্রবাহিত।  

ময়ূরাক্ষী

ময়ূরাক্ষী

ময়ূরাক্ষী নদী পশ্চিমবঙ্গের সাঁইথিয়া ও সিউড়ি অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত। এই নদী সেচ ও মাছ ধরার জন্য ব্যবহৃত হয়।

মাতলা

মাতলা

মাতলা নদী সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত।

কংসাবতী

কংসাবতী

কংসাবতী নদী পশ্চিম মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এই নদী কংসাবতী বাঁধ প্রকল্পের জন্য পরিচিত।

Fill in some text

জলঙ্গি

জলঙ্গি

জলঙ্গি নদী মুর্শিদাবাদ ও নদীয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত। এই নদী কৃষি কাজের জন্য গুরুত্বপূর্ণ।

ইচ্ছামতী নদী ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত। এই নদী দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

ইচ্ছামতী

ইচ্ছামতী

তিস্তা নদী উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত। এই নদী সিকিম ও পশ্চিমবঙ্গের সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস।

তিস্তা

তিস্তা