বাংলার বিভিন্ন জেলার বিখ্যাত মিষ্টি গুলি..

বাংলার বিভিন্ন জেলার বিখ্যাত মিষ্টি গুলি..

কোলকাতার রসগোল্লা

কোলকাতার রসগোল্লা এক অসাধারন মিষ্টি, যা সারা বিশ্বে সুপরিচিত। আনুমানিক ১৮৬৮ সালে নবীন চন্দ্র দাস প্রথম এটি তৈরি করেন। এরপর থেকে রসগোল্লা কোলকাতার প্রতীক হয়ে উঠেছে। রসগোল্লা শুধু কোলকাতার নয়, গোটা বাংলার গর্ব।

বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা

বর্ধমানের সীতাভোগ একটি বিখ্যাত মিষ্টি, যা সারা বাংলাতে খুবই জনপ্রিয়। এই মিষ্টি প্রথম বর্ধমানের রাজাদের জন্য তৈরি করা হয়েছিল। সীতাভোগ কিছুটা বাসমতী চালের ভাতের মতো দেখতে হয়। বর্ধমানের মিহিদানাও সমান প্রসিদ্ধ একটি মিষ্টি।

শক্তিগড়ের ল্যাংচা

ল্যাংচা কালচে বাদামী বর্ণের এক অসাধারন রসালো মিষ্টি। পূর্ব বর্ধমান জেলার  শক্তিগড়ের ল্যাংচা সুপ্রসিদ্ধ।

জয়নগরের মোয়া

জয়নগরের মোয়া

কনকচূড় ধানের খই, নলেন গুড় এবং ঘি দিয়ে এই বিশেষ মোয়া তৈরি হয়। দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর এই মোয়ার জন্য প্রসিদ্ধ। তাই জয়নগরের নাম অনুসারে এই মোয়ার নাম হয়েছে জয়নগরের মোয়া।

কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা

সরভাজা, দুধের সর ও ঘি দিয়ে তৈরি একটি বিখ্যাত মিষ্টি। নদীয়া জেলার কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজার খ্যাতি বিশ্বজোড়া।

নবদ্বীপের লালদই

নদীয়া জেলার নবদ্বীপের খ্যাতি সেই প্রাচীনকাল থেকেই। আর এই খ্যাতিকে আরও তরান্বিত করেছে নবদ্বীপের বিখ্যাত লালদই

মালদার রসকদম

মালদা জেলার রসকদম এক অতুলনীয় মিষ্টি। এই মিষ্টির তিনটি স্তর। এর একদম বাইরের স্তরে থাকে চিনির রসে ভেজানো পোস্ত দানা। তার ঠিক নীচে থাকে ক্ষীরের মোটা স্তর। আর ক্ষীরের স্তরের ভেতরে থাকে ছোট্ট একটি রসগোল্লা।

শিউড়ির মোরব্বা

সাধারণত কোন সবজি, যেমন-কুমড়ো, কাঁচা পেঁপে, লাঊ ইত্যাদি কে এক বিশেষ উপায়ে জারিত করে সেটিকে খুব ঘন চিনির রসে ডুবিয়ে রাখা হয়।এটিই হল মোরব্বা। বীরভূম জেলার শিউড়ির মোরব্বা খুবই বিখ্যাত।     

বেলিয়াতোড়ের মেচা সন্দেশ

মুগডাল, ঘি এবং কড়া পাকের চিনির রস দিয়ে মেচা বা ম্যাচা সন্দেশ তৈরি হয়। বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ সুপ্রসিদ্ধ এবং সারা বাংলাজুড়ে এর জনপ্রিয়তা রয়েছে।

জনাইয়ের মনোহরা

মনোহরা বাংলার একটি বিখ্যাত মিষ্টি। এই মিষ্টি মূলত ছানা দিয়ে তৈরি এবং কড়া পাকের হয়। হুগলী জেলার জনাই এই মিষ্টির জন্য সুপ্রসিদ্ধ।

কাঁথির কাজু বরফি 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির কাজু বরফি বাংলার একটি সুপ্রসিদ্ধ এবং জনপ্রিয় মিষ্টি। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজু বরফি পাওয়া গেলেও কাঁথির কাজুবরফির স্বাদ সবার উপরেই থাকবে।     

ক্ষীরপাইয়ের বাবরসা

পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের বাবরসা বাংলার একটি বিখ্যাত মিষ্টি। এটি তৈরি হয় ছানা ঘি এবং গাড় দুধ দিয়ে।

গঙ্গারামপুরের ক্ষীরদই

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ক্ষীরদই বিখ্যাত তার অনন্য স্বাদের জন্য।

রামপুরহাটের রসমালাই

গাঢ় দুধের সাথে চিনি মিশিয়ে তার মধ্যে ছোট ছোট রসগোল্লা দিয়ে মিশ্রণটিকে জ্বাল দেওয়া হয় এবং আরও গাঢ় করা হয়। এটিই রসমালাই। বীরভূম জেলার রামপুরহাটের রসমালাই সারা বাংলা জুড়ে বিখ্যত।

রানাঘাটের পান্তুয়া

পান্তুয়া বাংলার একটি বিখ্যাত মিষ্টি। এটি কালচে বাদামী বর্নের এবং কড়া পাকের মিষ্টি। নদীয়া জেলার রানাঘাটের পান্তুয়া সুপ্রসিদ্ধ।  

বেলাকোবার চমচম

চমচম তৈরি হয় ছানা, খোয়া ক্ষীর এবং চিনির রস দিয়ে। জলপাইগুঁড়ি জেলার বেলাকোবায় এই চমচম প্রথম তৈরি হয়ে ছিল এবং বেলাকোবা এর জন্য বিখ্যাত।

চন্দননগরের জলভরা সন্দেশ

জলভরা সন্দেশ বাংলার একটি বিখ্যাত মিষ্টি। তালশাঁস আকৃতির এবং কড়া পাকের এই সন্দেশ আবিষ্কার করেছিলেন হুগলী জেলার চন্দননগরের সূর্য কুমার মোদক।

কাটোয়ার ছানার জিলিপি

পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অগ্রদ্বীপের ছানা দিয়ে তৈরি জিলিপি বাংলার একটি সুপ্রসিদ্ধ এবং জনপ্রিয় মিষ্টি।

মাদারিহাটের কমলাভোগ

কমলাভোগ, রসগোল্লার থেকে সামান্য বড় আকারের একটি মিষ্টি। এই মিষ্টির বিশেষত্ব হল, এই মিষ্টিতে কমলা লেবুর ব্যবহার। আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের কমলাভোগ সারা বাংলা জুড়ে জনপ্রিয়।

বাংলার প্রাচীন খেলাগুলির সম্বন্ধে জানতে...

বাংলার প্রাচীন খেলাগুলির সম্বন্ধে জানতে...