
ভারত ও রাশিয়ার বন্ধন আরও সুদৃঢ় করলেন মোদী ! দুই দেশের উন্নয়নে এমনিই নয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে….
Published By: Anjan Majumder Last Updated: July 10, 2024, 9:30 pm (IST) নিউ দিল্লীঃ মোদীর(Modi) এই রাশিয়া সফর এক ইতিহাস রচনা করেছে। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার নীতিকে দৃঢ়ভাবে মেনে চলা, পারস্পরিক উপকারী এবং দীর্ঘমেয়াদী ভিত্তিক সম্পর্ক স্থাপনে , দুই দেশের সার্বভৌম উন্নয়ন সম্ভব। “রাশিয়া ভারতের নির্ভরযোগ্য বন্ধু, রাশিয়ানরা একে ‘দ্রুজবা’ বলে, আমরা হিন্দিতে একে ‘দোস্তি’…